এই মামলার কেন্দ্রবিন্দুতে ছিল ২০০৬ ফিফা বিশ্বকাপের আয়োজক কমিটিকে ডিএফবির দেওয়া ৬৭ লাখ ইউরো। ফেডারেশনের দাবি ছিল, এ অর্থ বিশ্বকাপের গালা অনুষ্ঠান আয়োজনের জন্য দেওয়া হয়েছিল। তবে সেই অনুষ্ঠান কখনোই অনুষ্ঠিত হয়নি।
তদন্তে উঠে এসেছে, বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা থেকে ১৭ কোটি ইউরো প্রাপ্তি নিশ্চিত করতেই এমন লেনদেনের পরিকল্পনা করেছিলেন ডিএফবি কর্মকর্তারা। ওই অর্থের একটি অংশ ফিফার মাধ্যমে পৌঁছে দেওয়া হয় জার্মান ক্রীড়া সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডিডাসের সাবেক প্রধান নির্বাহী রবার্ট লুই-ড্রেফাসের হাতে।
আদালতের রায়ে জরিমানার পুরো অর্থ দেওয়ার নির্দেশ থাকলেও, দীর্ঘ বিচারপ্রক্রিয়ার কারণে এর মধ্যে ২০ হাজার ইউরো মওকুফ করা