পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর অর্থায়নে এবং স্থানীয় উন্নয়ন সংস্থা সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা-এর বাস্তবায়নে কোম্পানীগঞ্জে দিনব্যাপী নানা আয়োজনে পালিত হলো ‘সমৃদ্ধ কর্মসূচি-২০২৫’। উপজেলা দিবস উপলক্ষে চাইল্ড কেয়ার স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এ উৎসবমুখর আয়োজন।
দিনব্যাপী কর্মসূচির অন্যতম আকর্ষণ ছিল ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রতিযোগিতাগুলোর মধ্যে ছিল বাইসাইকেল প্রতিযোগিতা, বিতর্ক, অভিভাবকদের বালিশ প্রতিযোগিতা, বাস্কেটবল, চিত্রাঙ্কন, গান ও নৃত্য প্রতিযোগিতা। অভিভাবক ও শিক্ষার্থীদের সরব অংশগ্রহণে উৎসবে নতুন মাত্রা যোগ হয়। পাশাপাশি, উন্মুক্ত ব্লাড গ্রুপ নির্ণয় এবং উদ্যোক্তা স্টল এলাকাবাসীর আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ বেলায়েত হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান এবং চাইল্ড কেয়ার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লিপিকা চক্রবর্তী।
সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার কোঅর্ডিনেটর মোঃ মুশফিকুর রহমান এ-র সঞ্চালনায়
সভাপতিত্ব করেন আয়োজক প্রতিষ্ঠানের ব্যবস্থাপক ও সমৃদ্ধি চর এলাহি এরিয়ার মোঃ গোলামুর রহমান খোকন।
আয়োজকরা জানান, “এই ধরনের আয়োজন তরুণদের মাঝে ক্রীড়া, সংস্কৃতি ও সামাজিক নেতৃত্ব ও মেধা বিকাশে সহায়ক ভূমিকা রাখে।” প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
এরই অংশ হিসেবে একই দিন অনুষ্ঠিত হয় “সমৃদ্ধ কর্মসূচি – সাইকেল র্যালি ২০২৫”, যার মূল প্রতিপাদ্য ছিল “সাইকেল চালাই, দূষণ কমাই”। নারী শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই ব্যতিক্রমী র্যালিটি স্থানীয় শিক্ষার্থী ও যুবসমাজের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
চাইল্ড কেয়ার স্কুল অ্যান্ড কলেজ থেকে শুরু হয়ে সাইকেল র্যালিটি উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে অংশগ্রহণ করেন চাইল্ড কেয়ার স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠানের ছাত্র /ছাত্রী ও স্থানীয় যুবকরা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় নারী নেত্রী ও শিক্ষকদের পাশাপাশি আয়োজক সংস্থার কর্মকর্তারা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, “এই এ আয়োজনটির মাধ্যমে মেয়েদের আত্মনির্ভরতা ও স্বাস্থ্য সচেতনতা বাড়বে। একইসাথে পরিবেশবান্ধব যাতায়াতে তরুণ সমাজকে উদ্বুদ্ধ করাও আমাদের উদ্দেশ্য।”
সারা দিনের অনুষ্ঠান ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর। উপস্থিত সবাই আয়োজকদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এর ধারাবাহিকতা কামনা করেন।