close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

কোম্পানীগঞ্জে যুবলীগ নেতার হামলায় সাবেক ইউপি সদস্যসহ আহত ৪, জনতার গণধোলাইয়ে আটক আজাদ থানায়,..

Abdullah al Mamun avatar   
Abdullah al Mamun
আব্দুল আল মামুন :  নোয়াখালী

নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রকাশ্য দিবালোকে হামলার শিকার হয়েছেন সাবেক ইউপি সদস্যসহ চারজন। সোমবার (৩০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের মোল্লা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ৫নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন আজাদ (৪৫) তার সহযোগীদের নিয়ে আমেরিকা প্রবাসী মহি উদ্দিনের ভোগদখলীয় জমি জবরদখলের চেষ্টা চালান। এ সময় সালিশদার ও সাবেক ইউপি সদস্য আবদুল হাই (৬৫) বাধা দিলে আজাদ ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে আবদুল হাই, কাউসার হোসেন (২৭), শাহাব উদ্দিন (৩২) এবং আবদুর রহিম (৪৭) আহত হন।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় আবদুল হাইকে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য স্থানীয় প্রাইভেট হসপিটালে প্রেরণ করা হয়।
এদিকে এ ঘটনা খবর পেয়ে আহতদের দেখতে ছুটে যান কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল হাই সেলিম। 
তিনি বলেন, কোম্পানীগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলার অবনতি ঘটেছে। মানুষ এখন আইনের তোয়াক্কা করছে না । মানুষ এখন আইন নিজের হাতে তুলে নিচ্ছে। এই ঘটনায় জড়িত থাকা দোষীদের  দ্রুত গ্রেপ্তার করে আইনানগ ব্যবস্থা গ্রহণ করা হোক। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিলে মানুষ আর আইন নিজের হাতে তুলে নিতে পারবেনা। 

স্থানীয়রা জানান, আলতাফ হোসেন আজাদ একজন চিহ্নিত ভূমিদস্যু, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী হিসেবে এলাকায় পরিচিত। ঘটনার সময় স্থানীয়রা তাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে, তবে তার সহযোগীরা পালিয়ে যায়।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, “ঘটনাস্থল থেকে অভিযুক্ত আলতাফ হোসেন আজাদকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পাঁচজনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানো হয়েছে। 

 

Ingen kommentarer fundet


News Card Generator