close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

কনের বাড়িতে বরের আগে উপস্থিত ইউএনও, বন্ধ হলো ২ টি বাল্য বিবাহ..

Rajesh Gour avatar   
Rajesh Gour
বাড়িতে চলছে বিয়ের প্রস্তুতি। রান্নাবান্না শেষ পর্যায়ে, অতিথিদের দাওয়াত দেওয়া হয়েছে, অপেক্ষা শুধু বরযাত্রীর।..

 

 কিন্তু এর মাঝেই খবর এলো কনের বয়স ১৮ না হওয়া সংক্রান্ত তথ্য। সময়মতো হস্তক্ষেপ করায় দুইটি বাল্যবিবাহ বন্ধ করলো উপজেলা প্রশাসন। ঘটনাটি নেত্রকোণার দুর্গাপুরে।

আজ বুধবার সকাল ১১টার দিকে চন্ডিগড় ইউনিয়নের বনগাঁও এবং নাগেরগাতি গ্রামে এই দুইটি বাল্যবিবাহ বন্ধ করা হয়।

দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাভিদ রেজওয়ানুল কবীর জানান, বাল্যবিবাহের তথ্য পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হই। কনের বয়স ১৮ না হওয়ায় পরিবারের সদস্যদের বিয়ে না দেওয়ার নির্দেশ দেই। এ সময় বনগাঁও গ্রামের কনের বাবা তাজ উদ্দিনকে মুচলেকাসহ ৫০০ টাকা জরিমানা করা হয়। অপরদিকে নাগেরগাতি গ্রামের কনের মা শিরিনা খাতুনের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়, যাতে মেয়েরা প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তাদের বিয়ে দেওয়া না হয়। বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতার পাশাপাশি স্থানীয়দের এগিয়ে আসার আহ্বান  জানান তিনি।

জন্মনিবন্ধনের তথ্যে জানা যায়, নাগেরগাতি গ্রামের হাবিবুর রহমানের মেয়ের বয়স ১৬ বছরের কাছাকাছি। অপরদিকে বনগাঁও গ্রামের তাজ উদ্দিনের মেয়ের বয়স মাত্র ১৭ বছর।


Keine Kommentare gefunden