কলমাকান্দার ভয়ঙ্কর মাদক চক্রের গোপন কাহিনি প্রকাশ
নেত্রকোনা জেলা, বড়খাপন ইউনিয়ন —
বড়খাপন ইউনিয়ন যেন মাদক সন্ত্রাসের অদৃশ্য এক গভীর জালে জড়িয়ে পড়েছে। স্থানীয় যুবদলের যুগ্ম আহ্বায়ক মিলন, পূর্বের যুগ্ম আহ্বায়ক সাহাবউদ্দিন, বিএনপি সদস্য জামাল ও মাদক চক্রের নিয়ন্ত্রক জিয়া এই ভয়াবহ চক্রের মূল কর্তা। তাদের মাদক ব্যবসা, রাজনীতি ও প্রশাসনের অদ্ভুত সমন্বয়ে পুরো ইউনিয়ন এখন এক নীরব মৃত্যুকূপের মতো।
সম্প্রতি ফাঁস হওয়া একটি ভিডিওতে দেখা যায়, মিলনের নিজ বাড়িতে প্রকাশ্যে মাদক সেবনের দৃশ্য। ভিডিওতে মিলন ও সাহাবউদ্দিনসহ বেশ কয়েকজন মাদক সেবনে লিপ্ত রয়েছে, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। স্থানীয়রা জানান, মিলনের বাড়ি, সাহাবউদ্দিনের ঘর ও আশপাশের বাগানগুলো মাদক সেবনের স্পটে পরিণত হয়েছে।
বিশ্বস্ত সূত্রের বরাতে জানা গেছে, মাদক পাচারের জন্য কলমাকান্দা থেকে ঢাকার বিভিন্ন এলাকায় ব্যবহার করা হয় স্থানীয় বাস, পিকআপ গাড়ি এবং প্রভাবশালী রাজনৈতিক নেতাদের ব্যক্তিগত গাড়িও। এই নেটওয়ার্কের অর্থায়নে যুক্ত রয়েছেন জামাল ও জিয়া। প্রশাসনের দুর্নীতিপরায়ণ কিছু সদস্যের সহযোগিতায় তারা অবাধে ব্যবসাটি চালিয়ে যাচ্ছেন।
স্থানীয়রা জানিয়েছেন, মাদক বিরোধী প্রতিবাদ করলে তাদের ওপর ভয়ংকর হুমকি, মিথ্যা মামলা ও সামাজিক কলঙ্ক আরোপ করা হয়। এক স্থানীয় দোকানি বলেন,
> “আমরা প্রতিবাদ করলে বলে—তোর ঘর থেকে লাশ উঠবে। প্রশাসনে কেউ কথা বলে না।”
বড়খাপন মাদক সাম্রাজ্যের এই ভয়াবহ চিত্র সামনে আনার জন্য আমাদের অনুসন্ধানী টিম কাজ করছে। পরবর্তী পর্বে আমরা তুলে ধরব এই মাদক পাচারের বিস্তৃত নেটওয়ার্ক, ঢাকায় কোথায় কোথায় সরবরাহ হচ্ছে এবং এই মাদক চক্রের ‘মাস্টারমাইন্ড’ কারা।



















