ক্লিন ইমেজধারী নেতা হাফিজুর রহমান সাকু নির্বাচন কার্যক্রম দায়িত্বশীল ভাবে পালন করার জন্য নেতা কর্মীদের প্রতি আহবান জানালেন ..

Tuhid hasan avatar   
Tuhid hasan
তৌহিদ হাসান 

জামালপুরে  জামালপুর ৩ আসনে  বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ক্লিন ইমেজধারি   নেতা  হাফিজুর রহমান সাঁকু এক ফেসবুক স্ট্যাটাসে নেতাকর্মীদের প্রতি এই আহ্বান জানান। 

তার ফেসবুক স্ট্যাটাসটি নিম্নরূপ 
যার কাছে ভোট চাইতে গেলাম সে ভোট আমাদের দিবে কিনা, সে ভোট কনফার্ম আশা করা যায় কিনা, সে কাজ না করে শুধু নেতাকে দেখানো জন্য ছবি তুলে ছেড়ে দিলেন? এই নির্বাচন কিন্তু এতো সহজ না ভাই। কঠিন প্রতিযোগিতার মধ্যে নির্বাচনের একটা হিসাব থাকে, সহজের মধ্যে ভুল হয় বেশি। তাই দয়া করে সকলেই আসল কাজটা করার চেষ্টা করি। বাকি আল্লাহ পাকের নেয়ামত এবং দয়া। ইনশাআল্লাহ বিজয় আমাদের ঘরেই দিবেন, আমীন।

کوئی تبصرہ نہیں ملا


News Card Generator