কলাপাড়া উপজেলা , ছাত্রশিবির এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেছে।..

MD  avatar   
MD
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পটুয়াখালী,কলাপাড়া উপজেলা শাখার সভাপতি মোঃ নাইম “শিশুপল্লী একাডেমি মাধ্যমিক বিদ্যালয়”এর নবম শ্রেণির এক মেধাবী শিক্ষার্থীর হাতে শিক্ষাসামগ্রী (বই) প্রদান করেছেন।..

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পটুয়াখালী,কলাপাড়া উপজেলা শাখার সভাপতি মোঃ নাইম “শিশুপল্লী একাডেমি মাধ্যমিক বিদ্যালয়”এর নবম শ্রেণির এক মেধাবী শিক্ষার্থীর হাতে শিক্ষাসামগ্রী (বই) প্রদান করেছেন।

 

বই প্রদান শেষে সভাপতি মোঃ নাইম শিক্ষার্থীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে শিক্ষার গুরুত্ব ও নৈতিক আদর্শভিত্তিক মানুষ গড়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, “শিক্ষা কেবল ডিগ্রি অর্জনের মাধ্যম নয়; বরং এটি মানুষকে আদর্শ, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিকে পরিণত করে।”

 

শিশুপল্লী একাডেমী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মহিউদ্দিন স্যার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সমাজসেবামূলক কার্যক্রমে যুক্ত হওয়া অত্যন্ত ইতিবাচক। বিদ্যালয় কর্তৃপক্ষ সব সময় এমন গঠনমূলক উদ্যোগকে সমর্থন করে।

 

এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা ও থানা শাখার অন্যান্য নেতৃবৃন্দ। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এই উদ্যোগ স্থানীয় শিক্ষার্থীদের মাঝে অনুপ্রেরণা জোগাবে বলে উপস্থিত শিক্ষক ও অভিভাবকরা মত প্রকাশ করেন।

نظری یافت نشد


News Card Generator