ক্লাবের সাথে আরো এক বছরের চুক্তি সম্পন্ন করলো অঁতোয়ান গ্রিজমান..

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
****

অঁতোয়ান গ্রিজমানের সঙ্গে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। আগের চুক্তি অনুযায়ী ২০২৬ সাল পর্যন্ত ক্লাবটির সঙ্গে বাঁধা ছিলেন এই ফরাসি তারকা। নতুন চুক্তির ফলে ২০২৭ সাল পর্যন্ত ওয়ান্দা মেট্রোপলিটানোতেই দেখা যাবে তাকে।

লা লিগার ২০২৪-২৫ মৌসুমটা অবশ্য খুব একটা স্মরণীয় হয়নি অ্যাতলেটিকোর জন্য। ৩৮ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে তারা মৌসুম শেষ করে। তাদের চেয়ে এগিয়ে থাকা রিয়াল মাদ্রিদের সংগ্রহ ছিল ৮৪ পয়েন্ট, আর চ্যাম্পিয়ন বার্সেলোনা মৌসুম শেষ করে ৮৮ পয়েন্ট নিয়ে।

তবে ব্যক্তিগত পারফরম্যান্সে ছিলেন উজ্জ্বল গ্রিজমান। প্রতিটি ম্যাচেই তাকে দেখা গেছে মাঠে। মৌসুমজুড়ে লা লিগায় করেছেন ৮ গোল, সঙ্গে ছিল ৭টি অ্যাসিস্ট।

রিয়াল সোসিয়েদাদ থেকে ২০১৪ সালে অ্যাতলেটিকোতে যোগ দিয়েছিলেন গ্রিজমান। ধীরে ধীরে ক্লাবটির আস্থাভাজন ও গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হন তিনি। ২০১৯ সালে পাড়ি জমান বার্সেলোনায়, যদিও সেখানে কাঙ্ক্ষিত সাফল্য পাননি। মাত্র দুই মৌসুম পর ২০২১ সালে আবার ফিরে আসেন পরিচিত ঠিকানায়—অ্যাতলেটিকো মাদ্রিদে। এখন আবার নতুন চুক্তির মাধ্যমে সেই সম্পর্ক আরও এক বছরের জন্য বাড়ল।

コメントがありません


News Card Generator