close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেল পাড়ি দিলেন ১৭ জন সাঁতারু|

Tariqul Taj avatar   
Tariqul Taj
কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেল পাড়ি দিয়েছেন দেশের ১৫ জন সাঁতারু।

আজ শনিবার (১২ এপ্রিল) সকাল ১১ টায় পাহাড় থেকে ডটকম এর সহযোগীতায় কুতুবদিয়া চ্যানেল পাড়ি শুরু করেন তারা। এর আয়োজন করেন বাংলাদেশ ওপেন ওয়াটার সুইমিং (বোয়াস)।

জেলার পেকুয়া উপজেলার মগনামা ঘাট থেকে দ্বীপ উপজেলা কুতুবদিয়া বড়ঘোপ ঘাট সাঁতার প্রতিযোগীতার উদ্বোধন করেন বাংলাদেশ ওপেন ওয়াটার সুইমিং বোয়াস এর উপদেষ্টা ও পাহাড় থেকে.কম এর চেয়ারম্যান শিমুল চৌধুরী।

আয়োজক কমিটির সমন্বয়ক জিহাদ হোসেন বলেন, ‘আমরা তরুণ প্রজন্মকে সাঁতারে উৎসাহিত করতে চাই এবং তাদের সাহস ও শারীরিক সক্ষমতার বিকাশে কাজ করতে চাই। ভবিষ্যতে দেশের আরও বিভিন্ন জেলায় এমন আয়োজন করার পরিকল্পনা আছে আমাদের।’

অংশগ্রহণ কারীদের মধ্যে সাইফুল ইসলাম রাসেল ১ ঘন্টা ২৫ মিনিট সময় নিয়ে কুতুবদিয়া চ্যানেল পাড়ি দেন। তাছাড়া কক্সবাজারের পেকুয়ার সন্তান আবদুল মতিন ১ ঘন্টা ৫৫ মিনিট ও সাখাওয়াত হোসেন সাকিব ২ ঘন্টা ৫ মিনিট সময় নিয়ে কুতুবদিয়া চ্যানেল পাড়ি দেন।

উল্লেখ্য, দীর্ঘ ৫ কিলোমিটারের এই কুতুবদিয়া চ্যানেলটি প্রথম আবিষ্কৃত হয়েছিলো ২০২২ সালে। তখন তিনজন তরুণ সাতারু এই চ্যানেল পাড়ি দিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় এই বছরও অনুষ্ঠিত হলো এই কুতুবদিয়া চ্যানেল পাড়ি প্রতিযোগীতা, যার ধারাবাহিকতা বজায় থাকবে সামনে বছর গুলোতে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator