close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

কক্সবাজারে নদীতে ডুবে দুই শিশুসহ নিহত তিন|

Tariqul Taj avatar   
Tariqul Taj
কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজারে নদীতে ডুবে দুই শিশুসহ নিহত তিন।

কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া উপজেলার মাতামুহুরী নদী থেকে পৃথক দুটি ঘটনায় দুই শিশু ও এক যুবকের লাশ উদ্ধার হয়েছে। নিহতদের মধ্যে রয়েছে হোজাইফা (৪), মাসুদুল ইসলাম (৪) ও মানসিক ভারসাম্যহীন যুবক আবদুল কাইয়ুম (২৭) নামের একজন।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম।

আজ বুধবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার কাকারা ইউনিয়নের মাতামুহুরী নদীর বিয়ারীপাড়া আবু ছৈয়দ মাঝির ঘাট এলাকা থেকে দুই শিশুর এবং আনুমানিক সকাল ১০ টার দিকে চকরিয়া পৌরসভার জালিয়াপাড়া পয়েন্ট থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়সূত্রে জানা যায়, বুধবার সকাল ১১টার দিকে পরিবারের অজান্তে হোজাইফা ও মাসুদুল নদীতে গোসল করতে যায়। এসময় তারা নদীর চোরাবালিতে আটকে ডুবে যায়। স্থানীয়রা খোঁজাখুঁজির পর তাদের মরদেহ উদ্ধার করেন।

অন্যদিকে, মঙ্গলবার বিকেলে মানসিক ভারসাম্যহীন যুবক আবদুল কাইয়ুম জালিয়াপাড়া মন্ডলপাড়ার নদীপাড়ে গেলে নদীতে পড়ে যান বলে ধারণা করা হচ্ছে। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে আজ বুধবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশু মাসুদুল ইসলাম কাকারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রাশেদুল ইসলামের পুত্র এবং হোজাইফা সাতকানিয়া এলাকার ছাবের আহমদের কন্যা। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাইবোন।
অন্যদিকে নিহত আবদুল কাইয়ুম চকরিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের করাইয়াঘোনা এলাকার মৃত নুর ছোবাহানের ছেলে।

এব্যপারে চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম জানান, নদী থেকে দুই শিশু ও এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পৃথক দুটি ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

没有找到评论


News Card Generator