কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘বৈশাখ ট্রায়াথলন’।..

Tariqul Taj avatar   
Tariqul Taj
সদর উপজেলা প্রতিনিধি, কক্সবাজার

আজ শনিবার (১০ মে) সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে ও জেল প্রশাসনের সহযোগিতায় সাঁতার, সাইক্লিং ও দৌড়ের সমন্বয়ে দুই ফরম্যাটে অংশ নেন দেশি-বিদেশি প্রায় দুইশো  প্রতিযোগী।

একপাশে পাহাড় আর আরেক পাশে বহমান সমুদ্র যার মধ্যে দিয়ে চলেছে মেরিন ড্রাইভ আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য। এসবের মাঝে ২০ কিলোমিটার দূরত্ব অতিক্রমের চেষ্টা প্রতিযোগিদের। তবে তীব্র গরমে প্রতিযোগিতা কিছুটা চ্যালেঞ্জিং হলেও প্রথমবারের মতো অংশ নিতে পারায় দারুণ খুশি প্রতিযোগীরা।

কামরুল হাসান বলেন, ‘কক্সবাজারে যে তাপমাত্রায় ট্রায়াথলন হচ্ছে তা অনেক চ্যালেঞ্জিং। কারণ সাড়ে ৬টায় সাতার শেষ করে ২০ কিলোমিটার সাইক্লিং, এরপর ৫ কিলোমিটার দৌড়ানো অনেক চ্যালেঞ্জ। তারপরও শেষ করেছি অনেক ভালো লাগছে।’

ইব্রাহীম বলেন, ‘প্রথমবারের মতো মেরিন ড্রাইভে ট্রায়াথলনের আয়োজন করায় ধন্যবাদ জ্ঞাপন করছি সেনাবাহিনীকে। ভবিষ্যতে এ ধরণের আয়োজন যেন আরো বাড়ানো হয়।’

মেরিন ড্রাইভে ২০ কিলোমিটার সাইক্লিং শেষে এবার ৫ কিলোমিটার দৌড়। তবে সাঁতার, সাইক্লিং ও দৌড় ৩টিই ১ ঘন্টা ২৫ সেকেন্ডে শেষ করে চ্যাম্পিয়ন হন মোহাম্মদ শামসুজ্জামান আরাফাত। 

প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সেনাবাহিনীর ১০ পতাধিক ডিভিশনের জিওসি ও কক্সবাজার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম এবং আরও উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রসাশক মোঃ সালাউদ্দিন। এসময় মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম বলেন, ‘বৈশাখী ট্রায়াথলন-২০২৫ পর্যটন শহর হিসেবে কক্সবাজারের ইতিবাচক ভাবমূর্তি বৃদ্ধি করার পাশাপাশি সর্বসাধারণের মনোদৈহিক সুস্থতা বজায় রাখতে যথেষ্ট উৎসাহ ও সচেতনতা সৃষ্টি করেছে। এ ট্রায়াথলন স্থানীয় জনগন এবং পর্যটকদের নিকট অত্যন্ত গ্রহণযোগ্যতা পেয়েছে এবং সবাই এমন আয়োজনের জন্য।’

বৈশাখী ট্রায়াথলন-২০২৫ প্রতিযোগিতায় ২টি ক্যাটাগরিতে ২ জন নারী এবং ১৯৬ জন পুরুষ অংশগ্রহণ করেছেন। প্রফেশনাল ক্যাটাগরি গ্রুপে নারী এবং পুরুষদের মধ্যে সেরা বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেন যথাক্রমে মো. শামসুজ্জামান এবং ফেরদৌসী আক্তার মারিয়া। অ্যামেচার ক্যাটাগরি গ্রুপে পুরুষদের মধ্যে সেরা বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেন মো. মহিউদ্দিন। এছাড়াও প্রতিটি শ্রেণীর প্রথম ১০ জন অংশগ্রহণকারী স্মারক ক্রেস্ট এবং ট্রায়াথলন সম্পন্নকারী প্রত্যেকে একটি আকর্ষণীয় মেডেল ও একটি ই-সার্টিফিকেট প্রাপ্ত হন।

לא נמצאו הערות