কক্সবাজার সরকারি কলেজ সাংবাদিক সমিতির নবগঠিত কমিটি আত্মপ্রকাশ করেছে। 
গতকাল ২ জুন ২০২৫ ইং কক্সবাজার সরকারি কলেজে অধ্যয়নরত বিভিন্ন প্রিন্ট ও মাল্টিমিডিয়া সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সমন্বয়ে 'কক্সবাজার সরকারি কলেজ সাংবাদিক সমিতি'র নতুন কমিটি আত্মপ্রকাশ পাই। কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমিতির উপদেষ্টা হাসানুর রশীদ (জেলা প্রতিনিধি, বাংলাদেশ প্রতিদিন) কমিটির ঘোষণা দেন। 
নব মনোনীত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন খুরশেদ মোস্তফা কামাল এবং সাধারণ সম্পাদক হয়েছেন আব্দুল হালিম বোখারী । কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সহ-সভাপতি তারিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ফাহমিদা হাসান হেবা, দপ্তর সম্পাদক ইমরান আল মাহমুদ, কোষাধ্যক্ষ  মোহাম্মদ মুজাহিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাকিবুল হাসান, সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক আসিফা বিনতে রিমু, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ইউসুফ, এবং নির্বাহী সদস্য গিয়াস উদ্দিন আবির ও সাকিবুর রাহাত। 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের সাংবাদিকতা সংশ্লিষ্ট শিক্ষার্থীরা এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা।সভাপতি বলেন, ‘সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি দায়িত্ব, নৈতিকতা ও জনগণের প্রতি দায়বদ্ধতার প্রতিফলন। কক্সবাজার সরকারি কলেজ সাংবাদিক সমিতির মাধ্যমে আমরা একটি স্বচ্ছ, দায়িত্বশীল এবং শিক্ষার্থীবান্ধব প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাই। যেখানে সত্যের অনুসন্ধান, শিক্ষার বিকাশ ও গণতান্ত্রিক চেতনার চর্চা চলবে।’ 
তিনি আরও বলেন, ‘এ কমিটি শুধুমাত্র কলেজ নয়, বরং পুরো কক্সবাজার অঞ্চলে শিক্ষিত ও সচেতন সাংবাদিক তৈরির পথে সহায়ক হবে। সকলের সহযোগিতা এবং গঠনমূলক সমালোচনা আমাদের কাজকে আরও সমৃদ্ধ করবে।’
  
    close
  
  
         
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
لم يتم العثور على تعليقات
							
		
				
			


















