কিশোরগঞ্জ জেলার সদর উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে কিশোরগঞ্জ টিচার্স ট্রেনিং কলেজে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ মে) ২০২৫ সেশনের শিক্ষার্থীদের বরণ করে নিতে কলেজ ক্যাম্পাসে এই অনুষ্ঠান আয়োজিত হয়। নবীনবরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের গভর্ণিং বডির চেয়ারম্যান মো. হারুন অর রশিদ। বিশেষ অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক ড. এম আব্দুল আজিজ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের উপ-পরিচালক মো. নাসির উদ্দিন, কলেজের অধ্যক্ষ মিসেজ সুলতানা সাজিদা ইয়াসমিন। এছাড়াও নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্টানের মধ্যদিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।
close
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
কিশোরগঞ্জে টিচার্স ট্রেনিং কলেজের বি এড শিক্ষার্থীদের নবীন বরণ ও অরিয়েন্টেশন!!!..
کوئی تبصرہ نہیں ملا



















