close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

কিশোরগঞ্জে শতবর্ষী নারীর মৃতদেহ পুনরায় আবিষ্কৃত: এলাকায় চাঞ্চল্য..

KUTUB UDDIN AHMED avatar   
KUTUB UDDIN AHMED
কিশোরগঞ্জের কুমুরিয়া গ্রামে শতবর্ষী নারীর মৃতদেহ দাফনের পর পুনরায় পাওয়া যায়, ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি।..

 

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের কুমুরিয়া গ্রামে এক অদ্ভুত ও রহস্যজনক ঘটনা ঘটেছে। শতবর্ষী নারীর মৃতদেহ দাফনের পরের দিন সকালে পুনরায় আবিষ্কৃত হওয়া নিয়ে গ্রামব্যাপী চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মৃত চান বানু (১০২), যিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন, বুধবার দুপুরে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর পরপরই আত্মীয়স্বজন ও পাড়া-প্রতিবেশীরা আসেন এবং সন্ধ্যায় ধর্মীয় রীতি মেনে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

তবে, বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন কবরস্থানে গিয়ে দেখতে পান, কবরের মাটি সরানো হয়েছে এবং নতুন কবরের উপরে থাকা লোহার বেস্টনি সরে গেছে। এরপর সকাল আটটার দিকে এক ফাঁকা মাঠে চান বানুর মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। এ খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এক প্রতিবেশী কান্নাজড়িত কণ্ঠে বলেন, "আমরা তো শান্তিপূর্ণভাবে দাফন করেছি। সকালে এমন অবস্থায় আমার দাদীর লাশ পড়ে থাকবে— এটা ভাবতেও পারছি না। এটা অবশ্যই কারো নোংরা কাজ।"

গ্রামজুড়ে এই ঘটনায় বিভিন্ন মতামত শোনা যাচ্ছে। কেউ কেউ মনে করছেন, এটি কোনো দুষ্কৃতিকারীর কাজ, যারা কোনো ব্যক্তিগত শত্রুতা বা উদ্দেশ্যপ্রণোদিত অপকর্মের জন্য এ কাজ করেছে। অন্যদিকে, গ্রামের কিছু প্রবীণ ব্যক্তি একে অতিপ্রাকৃত শক্তির কাজ বলেও দাবি করেছেন।

স্থানীয় ইউপি সদস্য আব্দুর রহিম জানান, "ঘটনাটি অত্যন্ত রহস্যজনক। এমন ঘটনা এর আগে আমাদের এলাকায় কখনো ঘটেনি। আমরা চাই প্রশাসন সুষ্ঠু তদন্ত করুক।"

খবর পেয়ে করিমগঞ্জ থানার এসআই ঘটনাস্থল পরিদর্শন করেন এবং জানান, "আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসেছি। মৃতদেহ অক্ষত অবস্থায় উদ্ধার করে পুনরায় দাফনের ব্যবস্থা করা হয়েছে। কারা এর সঙ্গে জড়িত, কেন এমন ঘটনা ঘটল— এসব বিষয়ে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি কোনো দুষ্কৃতিকারীর পরিকল্পিত কাজ হতে পারে। অপরাধীদের শনাক্ত করতে এলাকার সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, এবং সম্ভাব্য সন্দেহভাজনদের খতিয়ে দেখা হচ্ছে।"

এই ঘটনায় শুধু মৃতের পরিবার নয়, পুরো এলাকাজুড়ে দেখা দিয়েছে অজানা আতঙ্ক। বিশেষ করে নারীদের মধ্যে উদ্বেগের মাত্রা বেশি। অনেকেই শিশু-কিশোরদের রাতে বাইরে না যাওয়ার পরামর্শ দিচ্ছেন। মরহুম চান বানুর পরিবার প্রশাসনের প্রতি দ্রুত ঘটনার রহস্য উদঘাটন ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে।

বৃহস্পতিবার বিকালে চান বানুর মৃতদেহ পুনরায় ধর্মীয় রীতিতে দাফন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনাস্থল এবং কবরস্থান নজরদারিতে রাখা হবে।

এখন দেখার বিষয়, রহস্যময় এই ঘটনার প্রকৃত কারণ কত দ্রুত উদঘাটন করতে পারে আইন-শৃঙ্খলা বাহিনী।

No comments found