কিশোরগঞ্জে অটোরিকশা উল্টে এক যাত্রী নিহত, আহত- ২
কিশোরগঞ্জে সিএনজিচালিত একটি অটোরিকশা উল্টে এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ সময় সাথে থাকা আরো দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। ঘটনার পরপরই দুমড়ে মুচড়ে যাওয়া অটোরিকশাটি রেখে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যান চালক।
আজ সোমবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার কাতিয়ারচর বেইলি ব্রিজ এলাকায় (কিশোরগঞ্জ-ভৈরব) আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত জয়নব বেগম (৩০) নেত্রকোনা সদর উপজেলার বেলাটি গ্রামের মোফাজ্জল হোসেনের স্ত্রী।
ওই সিএনজিতে থাকা নিহতের স্বামী মোফাজ্জল হোসেন বলেন, তিনি নরসিংদীতে দীর্ঘদিন যাবৎ সবজির ব্যাবসা করেন। ঈদ উপলক্ষে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশা দিয়ে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। পথে কিশোরগঞ্জ সদরের কাতিয়ারচর বেইলী ব্রিজ এলাকায় পৌঁছলে ড্রাইভার ঘুম ঘুম চোখে নিয়ন্ত্রণ হারালে উল্টে যায় অটোরিকশাটি। ঘটনাস্থলেই নিহত হন স্ত্রী জয়নব বেগম। দুই সন্তান গুরুতর আহত হয়ে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Ingen kommentarer fundet