close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

খুলনায় নদীর চরে খুঁটির সঙ্গে শিকলে বাঁধা মরদেহ উদ্ধার

MD ABDULLAH avatar   
MD ABDULLAH
খুলনায় নদীর চরে খুঁটির সঙ্গে শিকলে বাঁধা মরদেহ উদ্ধার

খুলনার কয়রায় নদীর চর থেকে বাঁশের খুঁটির সাথে শিকলে বাঁধা অবস্থায় আব্দুল মজিদ সানা (৬০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি নারানপুর গ্রামের মৃত মনজেল সানার পুত্র। 

মঙ্গলবার (২৭ মে) সকাল ৮টার দিকে এই মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়রা থেকে খুলনাগামী লঞ্চের যাত্রীরা সকালে নদীপথে খুলনা যাওয়ার পথে নদীর চরে খুঁটির সাথে শিকলে বাঁধা অবস্থায়  লাশটা দেখতে পেয়ে নারানপুর লঞ্চঘাটে খবরটি পৌঁছে দেয়। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

কয়রা থানার ওসি এমদাদুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি পরিকল্পিত হত্যা কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

 

 

Không có bình luận nào được tìm thấy