close

লাইক দিন পয়েন্ট জিতুন!

খুলনা মহানগর আওয়ামীলীগ নেত্রী গ্রেফতারঃ

MD ABDULLAH avatar   
MD ABDULLAH
খুলনা মহানগর আওয়ামীলীগ নেত্রী গ্রেফতারঃ

খুলনা মহানগর আওয়ামীলীগ নেত্রী গ্রেফতারঃ

কেএমপিখুলনা মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি লিভানা পারভীনকে গ্রেফতার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। গত ১১ মে দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর পূর্ব বানিয়া খামার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে জুলাই-আগস্ট/২৪ এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যাহত করতে বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করার  ও অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামী লিভানা পারভীন (৬০), পিতা-মৃত: আবুল কাশেম শিকদার, সাং-৪৮ বিকে মেইন রোড, পূর্ববানিয়া খামার, থানা-খুলনা সদর, খুলনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Nenhum comentário encontrado