close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত..

LATIF MORAL avatar   
LATIF MORAL
****

খুলনা উপআঞ্চলিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ আজ (মঙ্গলবার) বিকালে খুলনা জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। 
 
অনুষ্ঠানে অতিথিরা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক প্রশান্তির জন্য খেলাধুলার প্রয়োজনীয়তা রয়েছে। এতে শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ মনোভাব সৃষ্টি এবং দক্ষ নেতৃত্বগুণের বিকাশ হয়। ইলেক্ট্রনিক ডিভাইস থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের নজর রাখতে হবে। খুলনাঞ্চলে খেলাধুলার ঐতিহ্য সম্মানটাকে ধরে রাখতে সকল খেলোয়াড়দের প্রতি আহবান জানান অতিথিরা। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চল উপপরিচালক (কলেজ) এস, এম সাজজাদ হোসেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চল উপপরিচালক মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক জেলা শিক্ষা অফিসার খোন্দকার রুহুল আমীন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চল সহকারী পরিচালক (কলেজ) মো: ইনামুল ইসলাম ও খুলনা জিলা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুকুল ইসলাম।

অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

#

没有找到评论


News Card Generator