খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) বিকালে খুলনা সদর থানার ছোট মির্জাপুর রোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতের নাম শামীম হোসেন ওরফে আজাদ (৫২)। তার স্থায়ী ঠিকানা রূপসা থানার শৈলপুর জমাদ্দার বাড়ি হলেও বর্তমানে তিনি ছোট মির্জাপুর সরদারপাড়ায় বসবাস করছিলেন।
ডিবি পুলিশের অভিযানে শামীমের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্যসহ তাকে ঘটনাস্থলেই আটক করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে খুলনা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে কেএমপি।



















