খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঝালকাঠির কাঠালিয়ায় মিলাদ-দোয়া ও বিশেষ প্রার্থনা..

MD  IMRAN MUNSHI avatar   
MD IMRAN MUNSHI
ঝালকাঠি জেলার কাঠালিয়ায় অনুষ্ঠিত হয়েছে এক বিশাল মিলাদ-দোয়া ও বিশেষ প্রার্থনা সভা,  জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সম্মানিত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় আয়োজিত করা হয়েছিল। এ..

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ববহ এবং মহৎ উদ্যোগের অংশ হিসেবে ঝালকাঠি জেলার কাঠালিয়ায় অনুষ্ঠিত হয়েছে এক বিশাল মিলাদ-দোয়া ও বিশেষ প্রার্থনা সভা,  জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সম্মানিত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় আয়োজিত করা হয়েছিল। এই আয়োজনের নেতৃত্ব দিয়েছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং প্রভাবশালী নেতা গোলাম আজম সৈকত, যিনি ঝালকাঠি-১ (কাঠালিয়া-রাজাপুর) আসনে দলীয় মনোনয়ন প্রার্থনা করছেন। এই বিশেষ আয়োজনটি অনুষ্ঠিত হয় রোববার, ৩০ নভেম্বর, দিনব্যাপী দুই পৃথক স্থানে।

জোহরের নামাজ পরবর্তী সময়ে আমুয়া ছোনাউটা দরবার শরীফে এক বৃহত্তম মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়, যেখানে বিপুল সংখ্যক স্থানীয় নেতা-কর্মী এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। এই উপলক্ষে আওরাবুনিয়া উত্তর পাড়ায় রাতে সনাতন ধর্মাবলম্বীদের দ্বারা পৃথক প্রার্থনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার আশু স্বাস্থ্যের উন্নতি, দেশের শান্তি এবং কল্যাণের জন্য বিশেষ দোয়া করা হয়।

আমুয়া ছোনাউটা দরবার শরীফের আয়োজিত দোয়া মাহফিলে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে ছিলেন ফজলে খোদা সুমন খলিফা (আমুয়া ইউনিয়ন বিএনপি নেতা), রেজাউল করিম (কাঠালিয়া যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক), মালয়েশিয়া সেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি গোলাম কবির, এবং অন্যান্য অনেক। এছাড়াও, কাঠালিয়া উপজেলা কৃষকদল সভাপতি মালেক তালুকদার এবং  কাঠালিয়া উপজেলা শ্রমিক দল সভাপতি জাকির হোসেন পান্না মুন্সী, সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বহু নেতাকর্মী অংশ নেন। 

আওরাবুনিয়া উত্তর পাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের বিশেষ প্রার্থনা সভার সভাপতিত্ব করেন সার্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের সভাপতি নির্মল দাস। এই আয়োজনে উপস্থাপক হিসেবে যোগ দেন মালয়েশিয়া সেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি গোলাম কবির, কাঠালিয়া মহিলা দলের সভানেত্রী লীনা পারভীন সহ বিএনপির নানা স্তরের নেতারা। পদযাত্রায় যুক্ত ছিলেন রাজাপুর বিএনপি নেতা সৈয়দ আব্দুস শহীদ, কাঠালিয়া সদর ইউনিয়ন বিএনপি নেতা হালিম সিকদারসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

গোলাম আজম সৈকত, মনোনয়ন প্রত্যাশী হিসেবে, জোর দিয়ে বলেন যে দল-মত নির্বিশেষে প্রত্যেকের অংশগ্রহণের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জায়ার দ্রুত আরোগ্যের জন্য যৌথ দোয়া ও আশীর্বাদ জরুরি। যথাযথ আয়োজন ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ঝালকাঠিতে এই আয়োজনে নেতাকর্মীরা একতাবদ্ধভাবে তাদের সমর্থন এবং সহমর্মিতা প্রকাশ করেছেন, যা সত্যিই প্রশংসার যোগ্য।

Nema komentara


News Card Generator