close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পিরোজপুরে জেলা যুবদলের দোয়া মাহফিল..

S M Neaj Morshed avatar   
S M Neaj Morshed
পিরোজপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর

চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে জেলা যুবদলের উদ্যোগে শহরের টাউন ক্লাব মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও পিরোজপুর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত এবং ১নং যুগ্ম আহ্বায়ক এলিজা জামান। 

এছাড়াও বিএনপি ও এর অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক কামরুজ্জামান তুষার ও সঞ্চালনা করেন জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ।

বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় সারাজীবন আপসহীন ভূমিকা পালন করেছেন। তাঁর ত্যাগ ও অবদান দেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তারা তাঁর রুহের মাগফিরাত কামনা করেন এবং দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনা করেন।

দোয়া মাহফিল শেষে প্রায় ২ হাজার ৫ শত অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের সদস্য সচিব মিজানুর রহমান শেখ।

Nenhum comentário encontrado


News Card Generator