বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদায় উপলক্ষে আয়োজিত জানাজায় অংশ নেন লক্ষাধিক মানুষ। জনসমুদ্রের এই উপস্থিতি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অভূতপূর্ব অধ্যায় হয়ে থাকবে বলে মনে করছেন অনেকেই। মানুষের ঢল যেন প্রমাণ করে—বেগম খালেদা জিয়া ছিলেন এ দেশের মানুষের হৃদয়ে গভীরভাবে প্রোথিত এক নেত্রী।
জানাজায় উপস্থিত ছিলেন কানাডা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন পাটোয়ারী। আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন,
“এত বিশাল জানাজা আমি জীবনে দেখিনি। মানুষের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমাদের সবাইকে অভিভূত করেছে।”
তিনি আরও বলেন,
“বেগম খালেদা জিয়া ছিলেন আমাদের মা, আমাদের অভিভাবক। আজকের এই বিদায় মুহূর্ত জাতির জন্য গভীর বেদনার। তাঁর শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়।”
হুমায়ুন পাটোয়ারী জানান, আজকের এই জানাজা শুধু একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, বরং এটি বেগম খালেদা জিয়ার প্রতি বাংলাদেশের জনগণের অবিচল শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ।
তিনি মহান আল্লাহর দরবারে দোয়া করে বলেন,
“আল্লাহ পাক রাব্বুল আলামীন যেন বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমিন।”
close
ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
لم يتم العثور على تعليقات



















