সোমবার (১১ মে) দীঘিনালা থানায় ভুক্তভোগী নারী হারুনুর রশীদ নামের ব্যক্তির নামে বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেন।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত হারুনুর রশিদ উপজেলার মেরুং ইউনিয়নের বেলছড়ি এলাকার বাসিন্দা এবং মো. মমতাজ আলী সওদাগরের ছেলে। তিনি ভুক্তভোগী নারীর ভাইয়ের বন্ধু হওয়ায় তাদের বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন। সেই সূত্রেই অভিযুক্তের সঙ্গে ভুক্তভোগীর পরিচয় গড়ে ওঠে।
ঘটনার বিষয়ে জানা যায়, গত ৬ মে পারিবারিক কলহের কারণে ওই নারী শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে ফিরে আসেন। তাকে নিয়ে আসার সময় অভিযুক্ত হারুনুর রশিদও সঙ্গে ছিলেন। এ সময় তিনি ভুক্তভোগীর প্রতি অশালীন আচরণ করেন।
এরপর ১০ মে, সকাল সাড়ে ৯টার দিকে, ভুক্তভোগীর বাবা-মা বাড়িতে অনুপস্থিত থাকার সুযোগে হারুনুর রশিদ জোরপূর্বক তাকে ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের পর দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২০) এর ৯(১) ধারায় মামলা রুজু করে হারুনুর রশিদকে আদালতে পাঠানো হয়েছে।