বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ৯টা থেকে কেন্দ্রীয় ছাত্রদলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ও বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপি সভাপতি ওয়াদূদ ভূইয়ার নির্দেশনায় দীঘিনালা সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্র সংলগ্ন হলুদ চত্বরে পরীক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পানি, খাবার স্যালাইন ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এই কার্যক্রমের উদ্বোধন করেন দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম সফি এবং সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লোকমান হোসেন, যুগ্ম আহ্বায়ক সুলেমান হোসেন, সদস্য মো. আল-আমিন, দীঘিনালা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সালাউদ্দিন ও রবিউল, বর্তমান সভাপতি মামুনুর রশিদ ও সাধারণ সম্পাদক ইমন ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম সফি বলেন, “ছাত্রদল সবসময় মানুষের পাশে থেকে দেশের কল্যাণে কাজ করছে। এই মানবিক সহায়তা কার্যক্রমও তারই অংশ। জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়ার নির্দেশনায় এবং উপজেলা বিএনপির সার্বিক তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়েছে। ভবিষ্যতেও ছাত্রদলের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।”
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন বলেন, “পরীক্ষার্থীদের জন্য সহায়ক পরিবেশ তৈরি করা আমাদের সামাজিক দায়িত্ব। ছাত্রদলের নেতাকর্মীরা নিজেদের সামর্থ্যের মধ্যে থেকেই চেষ্টা করছে শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে। এটি শুধু একটি কর্মসূচি নয়, বরং ছাত্রদলের মানবিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন।”
এইচএসসি পরীক্ষার্থী মাসুদ রানা বলেন, “এত গরমের মধ্যে পরীক্ষা দিতে এসে পানি ও স্যালাইন পেয়ে আমরা অনেক উপকৃত হয়েছি। ছাত্রদলের এমন সহায়তা আমাদের স্বস্তি দিয়েছে।”
আরেক শিক্ষার্থী রিমা আক্তার বলেন, “পরীক্ষার সময় এমন সহযোগিতা সত্যিই প্রশংসনীয়। লেখার উপকরণ এবং স্যালাইন আমাদের জন্য খুব দরকারি ছিল। আমি ছাত্রদলের প্রতি কৃতজ্ঞ।”