খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের খাদ্যশস্য বিতরণ ..

Md Jakir Hossain avatar   
Md Jakir Hossain
খাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।..

 

শুক্রবার বিকেল ৪ টায় দীঘিনালা উপজেলা প্রশাসনের সহযোগিতায় ২ নং বোয়ালখালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে শতাধিক পরিবারের মাঝে এই সহায়তা প্রদান করে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।

এসময় উপস্থিত ছিলেন ২নং বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু চয়ন বিকাশ চাকমা। বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধি, মোঃ খালেদ হাসান রবিন, 
মোঃ কবির হোসেন, মোঃ মারুফ হোসেন ও মোঃ মারুফ খান সহ অন্যান্য শিক্ষার্থী বৃন্দ।

গত ৮ জুলাই থেকে দীঘিনালায় টানা বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে ঘরবাড়ি ও ফসলি জমি পানিতে ডুবে ব্যাপক ক্ষয়ক্ষতির সৃষ্টি হয়। এমন অবস্থায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতেই এই সহায়তা প্রদান করা হয় বলে জানান শিক্ষার্থীরা।

বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধি খালেদ হাসান রবিন বলেন,“বন্যায় ঘরবাড়ি ডুবে মানুষ চরম দুর্ভোগে রয়েছে। আমরা চেষ্টা করেছি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর। তাই আমার বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছি। ভবিষ্যতেও আমরা এই ধরনের কার্যক্রম চালিয়ে যাব।”

খাদ্য সহায়তা পাওয়া এক স্থানীয় বাসিন্দা আবেদ আলি বলেন,“পানি উঠে সব ডুবে গেছে। বৃষ্টির কারণে কাজকর্ম নেই। শিক্ষার্থীদের দেওয়া এই সহায়তা পেয়ে কয়েকদিন চলতে পারব।”

আরেক বন্যার্ত জাহানারা বেগম বলেন,“বাড়িতে চাল ছিল না। এখন চাল পেয়েছি, খুব উপকার হয়েছে। তাদের জন্য দোয়া করি।”

বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের খাদ্য সহায়তা পেয়ে শতাধিক পরিবারের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator