প্লাস্টিক দূষণ আর, বন্ধ করার এখনই সময়’—এই শক্তিশালী প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি জেলায় পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস ২০২৫। বুধবার, ২৫ জুন সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র্যালি ও সচেতনতামূলক আলোচনা সভা, যেখানে পরিবেশ সচেতনতা ছড়াতে অংশগ্রহণ করেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাসহ সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধি।
র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রশাসন কার্যালয়ে এসে শেষ হয়। হাতে ব্যানার, মুখে স্লোগান—র্যালির প্রতিটি ধাপে উচ্চারিত হয় প্লাস্টিক বর্জনের বার্তা। এতে অংশ নেন বিভিন্ন দপ্তর, এনজিও, স্কুল-কলেজের প্রতিনিধি এবং পরিবেশ সচেতন নাগরিকেরা।
র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।
সভায় আরও বক্তব্য রাখেন—
জেলা এনএসআই’র যুগ্ম পরিচালক নাছির মাহমুদ গাজী
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফেরদৌসী বেগম
জেলা মৎস্য কর্মকর্তা ড. রাজু আহমেদ
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আহম্মদ
জেলা তথ্য অফিসার মো. বেলায়েত হোসেন
খাগড়াছড়ি প্রেস ক্লাব সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য
বিডি ক্লিন জেলা সমন্বয়ক শাখাওয়াত হোসেন সকাল
ছাত্র প্রতিনিধি মো. জাহিদ হাসান
বক্তারা বলেন, "পরিবেশ ধ্বংস করে উন্নয়ন নয়, পরিবেশকে অক্ষত রেখে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে।" তারা পাহাড় কর্তন বন্ধ করে নির্মাণ কাজে বিকল্প পদ্ধতি গ্রহণের আহ্বান জানান।
আলোচনায় উঠে আসে পরিবেশবান্ধব খামার ব্যবস্থাপনা, নিরাপদ খাদ্য উৎপাদন, এবং টেকসই পর্যটন উন্নয়নের কৌশল।
বিশেষভাবে উল্লেখ করা হয়, বেশি বেশি বৃক্ষরোপণ, বনভূমি সংরক্ষণ, এবং প্লাস্টিক মুক্ত ভবিষ্যৎ গড়ার প্রস্তাব।
খাগড়াছড়িকে প্রকৃতির আদলে সাজিয়ে একটি পরিবেশবান্ধব পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েও আলোচনা হয়।
এই আয়োজনটি শুধুমাত্র দিবস উদযাপন নয়, বরং একটি পরিবেশ সচেতনতার বার্তা বহন করেছে। খাগড়াছড়ি জেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগ আগামীর প্রজন্মকে একটি পরিচ্ছন্ন ও টেকসই ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে।



















