বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে চট্টগ্রাম বোর্ডের ৬ সদস্য বিশিষ্ট ভিজিল্যান্স দল বিমল চাকমার নেতৃত্বে দীঘিনালা সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্রটি পরিদর্শন করে। দলটি একাধিক কক্ষে হঠাৎ পরিদর্শন চালান। এ সময় কয়েকজন শিক্ষার্থীর কাছ থেকে মোবাইল ফোন উদ্ধার করা হয় এবং তাদের নকলের চেষ্টাও ধরা পড়ে।
পরিস্থিতি মূল্যায়নের পর অভিযুক্ত পাঁচজনকে তাৎক্ষণিকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। বহিষ্কৃতরা সবাই দীঘিনালা সরকারি কলেজের শিক্ষার্থী, যাদের মধ্যে চারজন মানবিক বিভাগের এবং একজন বাণিজ্য বিভাগের।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন: দিপন চাকমা, মেহেদী হাসান, বিপেন চাকমা, মেংচু মৈত্রেয়চিং মারমা ও গৌতমচন্দ্র চাকমা। তাদের রোল নম্বর ও বিভাগ অনুযায়ী বিস্তারিত তথ্য বোর্ডের হাতে রয়েছে।
এ বিষয়ে কেন্দ্রের হল সুপার সুগতদর্শী চাকমা বলেন, “বোর্ডের নির্দেশনা অনুযায়ী কেন্দ্রের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। পরীক্ষা চলাকালে কেউ যদি নিয়ম লঙ্ঘন করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”



















