শনিবার (১৪ মে) সকাল সাড়ে ৯ টার দিকে মাইনী নদীর পানিতে ডুবে নিখোজ হয় শিশু আরিয়ান।নিহত আরিয়ান দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের দক্ষিণ মিলনপুর এলাকার বাসিন্দা মো. জাকির হোসেনের ছেলে।
দীঘিনালা ফায়ার স্টেশনের কর্মকর্তা পংকজ বড়ুয়া বলেন, “প্রায় পাঁচ ঘণ্টা নিখোঁজ থাকার পর আরিয়ানের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। আমাদের বিশেষ ডুবুরি দল ভিকটিম ডুবে যওয়ার ঘটনা স্থল থেকে প্রায় ২০ গজ দূরে থেকে দুপুর ২.৩০ এর দিকে ভিকটিমের লাশ উদ্ধার করেছে। লাশ উদ্ধারের পর আমরা পরিবারের কাছে হস্তান্তর করেছি।
এই ঘটনার পরপরই দীঘিনালা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৩নং কবাখালি ইউনিয়ন চেয়ারম্যান নলেজ চাকমা (জ্ঞানো) মৃত আরিয়ানের পারিবারকে নগদ ২০ হাজার টাকা দিয়ে সহায়তা করেন। পরবর্তীতে আরও সহায়তা করার আশ্বাস দেন এবং শোক শপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
এ ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।