ঢাকার কেরানীগঞ্জে গলায় গামছা পেঁচানো এবং ডান হাতের কব্জি কাটা অবস্থায় জাকির হোসেন (২৮) নামে এক অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ জুন) বিকেলে শাক্তা ইউনিয়নের নরুন্ডি এলাকায় কিংস্টার হাউজিং প্রকল্পের ঝোপ থেকে লাশটি উদ্ধার করা হয়।
জাকির মাদারীপুর সদর থানার আব্দুল জলিল ভূঁইয়ার ছেলে এবং কেরানীগঞ্জে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। নিহতের বাবা জানান, মঙ্গলবার রাতে মোবাইল ফোনে ডেকে নিয়ে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন জাকির। সকালে লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
পুলিশ জানিয়েছে, লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং পিবিআই আলামত সংগ্রহ করেছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।