close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

কেরানীগঞ্জে কিশোর জুনায়েদের গলা কাটা লাশ উদ্ধার, ইভটিজিংয়ের প্রতিবাদই কি কাল হলো?..

ইস্পাহানী ইমরান avatar   
ইস্পাহানী ইমরান
নিহত জুনায়েদ একটি কারখানায় কাজ করে জীবিকা নির্বাহ করতেন। এলাকায় খুব ভালো অমায়িক ছেলে হিসেবেই সবার কাছে পরিচিত ছিল নিহত জুনায়েদ।..

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের রাজাবাড়ী গ্রামে গলা কাটা অবস্থায় এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম জুনায়েদ (১৫), পিতার নাম মৃত মনু মিয়া।

রবিবার (৪ মে) সকাল সাতটার দিকে বাড়ির পাশের একটি বালি ভরাট জমিতে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পরিবারের সদস্যদের খবর দেন। পরে পরিবারের লোকজন এসে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, কিছুদিন আগে রাজাবাড়ী গার্ডেন পার্কে ইভটিজিংয়ের একটি ঘটনার প্রতিবাদ করেছিলেন জুনায়েদ। রুহিতপুর ইউনিয়নের ধর্মসুর এলাকা থেকে আসা কিছু যুবক পার্কে এক নারীকে উত্ত্যক্ত করছিল। ঘটনাস্থলে জুনায়েদ ও তার বন্ধুরা উপস্থিত ছিলেন এবং প্রতিবাদ করলে উত্ত্যক্তকারীদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত সমাধান হয়নি।

পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে দেখছে। তবে এটি ইভটিজিংয়ের ঘটনার প্রতিশোধ কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত জানা যাবে তদন্ত শেষ হলে।

এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

Keine Kommentare gefunden