close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

কেন্দুয়ায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

Md Humayun avatar   
Md Humayun
নেত্রকোনার কেন্দুয়ায় সড়ক দুর্ঘটনায় রাহেলা বেগম (৫৫) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২২ জুন) দুপুরে কেন্দুয়া-নেত্রকোনা মহাসড়কের সিংহেরগাঁও ক্লাব মোড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।..

নিহত রাহেলা বেগম জেলার বারহাট্টা উপজেলার সাহতা গ্রামের মৃত রহিম উদ্দিনের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত রাহেলা বেগম নেত্রকোনা শহর থেকে তার মেয়েকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে কেন্দুয়া যাচ্ছিলেন। তারা কেন্দুয়ায় গিয়ে হিমাচল পরিবহনের বাসে নারায়ণগঞ্জের কাঁচপুরে ছেলের বাসায় যাওয়ার পরিকল্পনা করেছিলেন। পথে সিংহেরগাঁও ক্লাব মোড় এলাকায় পৌঁছালে তাদের বহনকারী সিএনজিটি আরেকটি সিএনজিকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সামনের সিএনজির সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়।

দুর্ঘটনায় রাহেলা বেগম এবং একজন ব্যাংক কর্মকর্তা গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাহেলা বেগমকে মৃত ঘোষণা করেন।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান আকন্দ বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

کوئی تبصرہ نہیں ملا