close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

কেন্দুয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে ঝুঁকিনিয়ে চলছে পাঠদান

Md Humayun avatar   
Md Humayun
নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের তারাকান্দিয়া বাজুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ একটি ভবনে চলছে পাঠদান। <br>ভবনের ছাদে ফাটল। খসে পড়ছে পলেস্তারা। বেরিয়ে পড়েছে ভেতর..

বুধবার (১৬ এপ্রিল) সরজমিনের গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ একটি ভবনে চলছে পাঠদান। 

ভবনের ছাদে ফাটল। খসে পড়ছে পলেস্তারা।এসময় বিদ্যালয়ের পাশে থাকা স্থানীয় লোকজন, শিক্ষার্থী অভিভাবদের সাথে কথা হলে তাঁরা জানান, তাঁরা এই বিদ্যালয়ে শিশুদের পড়াশোনায় পাঠাতে গিয়ে আতঙ্কের মধ্যে থাকতে হয়। কখন কি জানি হয় বলাতো যায়না। তাই শিক্ষার্থী এবং অভিভাবক ও স্থানীয় লোকজনের দাবী সরকার অতিদ্রুত ঝুঁকিপূর্ণ ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে নতুন ভবনের দাবী জানান। 

 

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান কামরুন্নাহার বলেন,বিদ্যালয়ে ১শত১৫জন শিক্ষার্থী রয়েছে। বিদ্যালয়ের সব কটি ভবন ঝুঁকিপূর্ণ হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে। ঝুঁকিপূর্ণ ভবনে বাধ্য হয়ে ক্লাস নিতে হচ্ছে। সব সময় আতঙ্কের মধ্যে থাকতে হয়। এখানে নতুন ভবন প্রয়োজন। এই ভবন দিয়ে বর্ষার সময় পানি চুঁয়ে পড়ে। বেশ কয়েক বছর আগে নতুন ভবন তৈরি করা এবং এই ভবনটি পরিত্যক্ত ঘোষণা করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর আবেদ করেছিলাম কিন্তু কোন সুরাহা  পাইনি। 

 

এ বিষয়ে কেন্দুয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কাশেম জানান, তারাকান্দিয়া বাজুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবন সম্পর্কে আমরা অবগত রয়েছি, পাশাপাশি উপজেলার আরো বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের ভবন, এমন অবস্থায় রয়েছে, সবগুলোর বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

Nessun commento trovato