close

লাইক দিন পয়েন্ট জিতুন!

কেন্দুয়ায় এক ব্যবসাহীর ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার

Md Humayun avatar   
Md Humayun
নেত্রকোনা জেলার কেন্দুয়ায় এক ব্যবসায়ীর ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে উপজেলার গড়াডোবা ইউনিয়নের চৌহা বিলের ব্রিজের সাঁতারখালি খাল পাড় থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান কেন্দুয়া থানা..

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কেন্দুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার গোলাম মোস্তফা ও কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান। স্থানীয় লোকজন জানান, নিহত তারা মিয়া (৬০) উপজেলার গড়াডোবা ইউনিয়নের ওয়াই উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় বাঁশাটি বাজারে কাঁচামালের ব্যবসা করেতেন। শুক্রবার বিকালে বাড়ি থেকে মালামাল নিয়ে বিক্রির জন্য বাঁশাটি বাজারে যান তারা মিয়া। রাত ৯টার দিকে বাড়ি ফেরার কথা থাকলেও তিনি ফেরেননি। স্বজনরা রাতভর খোঁজাখুজি করেন। সকালে খালপাড়ে তারা মিয়ার লাশ দেখে মানুষ পুলিশে খবর দেয়। তারা মিয়ার স্বজন রফিকুল ইসলাম জানান, তারা মিয়ার সঙ্গে কারো শত্রুতা ছিল না। কে বা কারা তাকে কেন হত্যা করেছে তা ধারণা করতে পারছে না পরিবার। লাশের চোখ-মুখ ও কানে জখমের চিহ্ন রয়েছে। গড়াডোবা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান জানান, তারা মিয়া বাঁশাটি বাজারের একজন কাঁচামালের দোকানী ছিল। তাকে নৃশংসভাবে দুর্বৃত্তরা হত্যা করেছে। তার সঙ্গে কারও শত্রুতা ছিল এমন কোনো তথ্যও পাওয়া যাচ্ছে না। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান জানান, তারা মিয়ার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

没有找到评论


News Card Generator