সোমবার (২৩ জুন) বিকেল সাড়ে ৫টায় উপজেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দীন খোকন, পৌর যুবদলের সদস্য সচিব সাইফুল আলম শান্তি প্রমুখ। মিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
প্রসঙ্গত, গত রোববার (২২ জুন) সান্দিকোনা বাজারে যাওয়ার পথে ডাউকী এলাকায় রোকন উদ্দিনের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার ও ওসি মিজানুর রহমান জরুরি পদক্ষেপ নেন।