৩১ শে ডিসেম্বর ২০২৫ ইং
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
আজকের জানাজায় উপস্থিত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এক অনন্য সংযম ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। শোকাবহ সেই মুহূর্তে তিনি এক মুহূর্তের জন্যও রাজনীতিকে সামনে আনেননি, কিংবা জনগণের আবেগকে রাজনৈতিক ফায়দা তোলার কোনো হাতিয়ার হিসেবে ব্যবহার করেননি।
জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি ছিলেন সম্পূর্ণ নীরব ও সংযত। যেখানে অনেকেই ব্যক্তিগত বেদনা তুলে ধরে সহানুভূতি আদায়ের চেষ্টা করেন, সেখানে তারেক রহমান কোনো অভিযোগ, অনুযোগ কিংবা নাটকীয়তার আশ্রয় নেননি।
বাবাকে কীভাবে শহীদ করা হয়েছে, মাকে কীভাবে তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে, কিংবা একমাত্র ভাইয়ের লাশ কাঁধে নিতে না পারার যন্ত্রণার কথাও তিনি উল্লেখ করেননি।
মাত্র ৫৮ সেকেন্ডের বক্তব্যে তিনি নিজেকে তুলে ধরেছেন কেবল একজন দায়িত্বশীল ও ধর্মপ্রাণ সন্তানের পরিচয়ে। তিনি বলেন, মরহুমার কোনো ঋণ বা দায় থাকলে তিনি তা পরিশোধ করবেন। এরপর তিনি সবার কাছে ক্ষমা ও দোয়া কামনা করেন।
এই সংক্ষিপ্ত সময়ের মধ্যেই তারেক রহমান যে সৌন্দর্য, সংযম, মানবিকতা ও প্রজ্ঞার পরিচয় দিয়েছেন, তা একজন ভালো মানুষের প্রকৃত প্রতিচ্ছবি হয়ে উঠেছে। শব্দ ছিল অল্প, কিন্তু অনুভব ও গভীরতা ছিল অসীম। এমন মর্যাদাপূর্ণ আচরণ



















