কচুয়া প্রতিনিধিঃ বদলিজনিত কারণে কচুয়ার সাব-রেজিস্ট্রার মো.মাকসুদুর রহমানকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে সাব-রেজিস্ট্রি অফিসের সকল দলিল লেখক, নকল নবীশ এবং কর্মকর্তা-কর্মচারী বৃন্দ। গতকাল রবিবার সকালে সাব-রেজিস্ট্রি অফিসে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি ও পাক্ষিক কচুয়া কন্ঠের সম্পাদক ও প্রকাশক হাবিব উল্লাহ হাবিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু তাহের ও সাবেক সাধারণ সম্পাদক আবুল খায়ের রুমির যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন,সদ্য বিদায়ী সংবর্ধিত অতিথি মো.মাকসুদুর রহমান।
এসময় বক্তব্যে তিনি বলেন,কচুয়ার মানুষ আমাকে কর্মক্ষেত্রে সব সময় সহযোগিতা করেছেন এবং ভালোবাসা পেয়েছি তাই কচুয়া বাসিকে কখনোও ভুলব না। সকলের কাছে দোয়া কামনা করছি।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, উপজেলা দলিল লেখক সমিতির সাবেক সভাপতি খন্দকার আব্দুল মালেক প্রমুখ। এ সময় কচুয়ার সাব-রেজিস্ট্রার অফিসের সকল দলিল লেখক, কর্মকর্তা-কর্মচারী, নকল নবীশ ও সহকারীবৃন্দরা ।