হাসনাহেনা
_এম এইচ নিগ্রো
হাসনাহেনা ফুলের সুগন্ধে মলিন সন্ধ্যা,
এই সন্ধ্যায় তোমায় মনে পড়ে,
আমারো একটা হাসনাহেনা বৃক্ষ আছে,
কথার সুগন্ধ ছড়িয়ে দেয় সন্ধ্যায়!!
মন-মুগ্ধকর সে কথা, শ্রবনে পরাণ জুড়ায়!!
হাসনাহেনা ফুলের সুগন্ধে মলিন সন্ধ্যায়!!
যে ফুলের সুভাস, দেয় না কোন আভাস,
ভিন্ন সুতোর টানে হারাতে চাই না মন,
হাসনাহেনার সুগন্ধের সাথে;
কথা পাঠাক প্রিয়জন!!
আমারো একটা হাসনাহেনা বৃক্ষ আছে!!
কথা জমা নয় আর, মলিন কর সন্ধ্যা;
ঠিক হাসনাহেনা ফুলের মতো করে;
কথা পাঠিয়ে দিয়ো, হোক অল্প
কথা ফুরিয়ে এলে পাঠিয়ে দিয়ো রূপকথার কোন গল্প,
তবু পাঠিয়ে দিয়ো প্রতি সন্ধ্যায়, দুমুঠো কথা;
ঠিক হাসনাহেনা ফুলের মতো করে!
যে কথায় মন কাড়ে;
হাসনাহেনা ফুলের সুভাসে মনে পড়ে,
আমারো একটা হাসনাহেনা বৃক্ষ আছে!!