close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

কাঠালিয়ায় বিএনপির অফিস ভাঙচুরের নামে প্রতিপক্ষকে ঘায়েল করার চেস্টা..

ELIAS HOWLADER avatar   
ELIAS HOWLADER
গতকাল ২৪ জানুয়ারি শনিবার রাত আনুমানিক ১০টার দিকে বানাই বাজারের একটি দোকানে বিড়ি চাওয়াকে কেন্দ্র করে প্রথমে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, ওই ঘটনার পর পরিকল্পিতভাবে বিএনপি কার্যা..

 

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বানাই বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ ও বিএনপি কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে স্থানীয়ভাবে অভিযোগ উঠেছে, অফিস ভাঙচুরের নামে প্রতিপক্ষকে ঘায়েল করা এবং ভিন্ন খাতে ঘটনা প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে।

গতকাল ২৪ জানুয়ারি শনিবার রাত আনুমানিক ১০টার দিকে বানাই বাজারের একটি দোকানে বিড়ি চাওয়াকে কেন্দ্র করে প্রথমে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, ওই ঘটনার পর পরিকল্পিতভাবে বিএনপি কার্যালয়ে ভাঙচুর চালিয়ে বিষয়টিকে রাজনৈতিকভাবে ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করা হয়।

একাধিক স্থানীয় সূত্রের দাবি, বিড়ি চাওয়ার ঘটনার সঙ্গে অফিস ভাঙচুরের সরাসরি কোনো সম্পর্ক ছিল না। বরং অফিস ভাঙচুরের ঘটনাকে ব্যবহার করে প্রতিপক্ষকে ফাঁসানো ও রাজনৈতিকভাবে দুর্বল করার অপচেষ্টা চলছে। এ ঘটনায় জুয়েল তালুকদার আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওতে দেখা গেছে জুয়েল তালুকদারকে তিন চার জন লোক ধরে রাখছে, এবং তারা নিজেরাই বিএনপি অফিসের চেয়ার-টেবিল ভাঙছে। 

আহত জুয়েল তালুকদারের পক্ষ থেকে বাদশা তালুকদারের ইন্ধনে ফয়সাল তালুকদার হামলা চালিয়েছেন বলে অভিযোগ করা হলেও অভিযুক্ত পক্ষ এসব অভিযোগ অস্বীকার করেছে।

ফয়সাল তালুকদারের বাবা ফারুক তালুকদার বলেন,

“অফিস ভাঙচুরের নামে আমাদের ফাঁসানোর চেষ্টা চলছে। আমরা এই ঘটনার সঙ্গে জড়িত নই।”

এ বিষয়ে বাদশা তালুকদার মুঠোফোনে জানান, ঘটনার দিন তিনি রংপুরে অবস্থান করছিলেন এবং বর্তমানে ঢাকায় আছেন। তিনি বলেন,

“আমি বা আমার পরিবার এ ঘটনার সঙ্গে জড়িত নই। নিরপেক্ষ তদন্ত হলে সত্য বেরিয়ে আসবে।” স্থানীয় একাধিক সূত্রে জানা যায় বাদশা তালুকদার একজন সম্মানী মানুষ, তার সুনাম নষ্ট করার জন্য তাকে এই বিষয় জড়ানো হচ্ছে। 

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহার বলেন,

“ঘটনাটি দুঃখজনক। দলীয় কার্যালয় ভাঙচুরের বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।”

কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ আবু নাছের রায়হান বলেন,

“ঘটনাটি তদন্তাধীন রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

Tidak ada komentar yang ditemukan


News Card Generator