close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

কাশিয়ানীতে ১৯০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

M Obaydullah Al Mahmudi avatar   
M Obaydullah Al Mahmudi
কাশিয়ানীতে ১৯০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

অভিযান চালিয়ে এক হাজার ৯০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।

 

মঙ্গলবার (১৭ জুন) কাশিয়ানী উপজেলার ফুকরা গ্রামে এ অভিযান চালানো হয়।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

গ্রেফতারকৃতরা হলো, কাশিয়ানী উপজেলার ফুকরা গ্রামের মো. ফেরদৌস শেখের ছেলে মো. মিরাজ শেখ ওরফে সুজন (৩৭) ও একই উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামের শাহাবুদ্দিন শেখের ছেলে সোহাগ শেখ (২৯)।

 

গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ জানান, মাদক বেচাকেনা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়ানী উপজেলার ফুকরা গ্রামে অভিযান চালানো হয়। এসময় মাদক ব্যবসায়ী মিরাজ শেখের বাসা থেকে এক হাজার ৮‘শ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

 

অপরদিকে, একই উপজেলার দক্ষিণ ফকুরা গ্রামে অভিযান চালিয়ে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫শ’ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী সোহাগ শেখকে গ্রেফতার করা হয়।

 

আসামীদেরকে কাশিয়ানী থানা পুলিশে সোপর্দ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে পৃথক দু‘টি মামলা দায়ের করা হয়েছে।

 

No se encontraron comentarios