চলমান ছয় দফা দাবির পরিপ্রেক্ষিতে আন্দোলন সাময়িক স্থগিত করলেও তা আবারও চালু করার ঘোষণা দিয়েছেন দেশের বিভিন্ন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা আন্দোলনের নতুন ধাপ শুরু করার কথা জানান।
কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি এবং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মাশফিক ইসলাম জানান, “আমাদের দাবিসমূহের বিষয়ে যথাযথ অগ্রগতি না থাকায় আমরা পূর্বের মত আন্দোলনের সব কার্যক্রম আবার শুরু করতে বাধ্য হচ্ছি। শুক্রবার থেকে ক্লাস বর্জন ও ফরম পূরণে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছি।”
প্রসঙ্গত,
দাবিগুলো ঘিরে শিক্ষার্থীরা গত কয়েক সপ্তাহ ধরে আন্দোলন চালিয়ে আসছিলেন, যা গত মঙ্গলবার স্বল্প সময়ের জন্য স্থগিত করা হয়। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে আশানুরূপ প্রতিক্রিয়া না পাওয়ায় আন্দোলন ফের চালুর সিদ্ধান্ত নেন তারা।
শিক্ষার্থীদের উত্থাপিত দাবিসমূহের মধ্যে রয়েছে:
জুনিয়র ইনস্ট্রাক্টর পদের জন্য নির্ধারিত কোটা সংস্কার,
সংশ্লিষ্ট একটি রায়ের কার্যকারিতা প্রত্যাহার,
কারিগরি পদবির সমন্বয়,
নিয়োগ ও প্রশাসনিক পর্যায়ে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের দায় নিরূপণ,
২০২১ সালের কিছু নিয়োগ বাতিল এবং
বিদ্যমান নিয়োগবিধির সংস্কার।
আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলনের ধারাবাহিকতা বজায় থাকবে।