কাঁঠালিয়ায় বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন
ঝালকাঠির কাঁঠালিয়ায় বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ জুন) বিকেল ৩টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ আয়োজন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মহিলা দলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভানেত্রী জীবা আমিনা আল গাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি সেলিম রেজা, অবসরপ্রাপ্ত কর্নেল মোস্তাফিজুর রহমান, বিএনপি নেতা রফিক হাওলাদার, ড. জাকারিয়া লিংকন, গোলাম আজম সৈকত, টিপু সুলতান, মতিয়া মাহফুজ জুয়েল এবং এডভোকেট নুর হোসেন।
সভায় আরও বক্তব্য রাখেন কাঁঠালিয়া ও রাজাপুরের বিভিন্ন পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও মহিলা দলের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দলকে তৃণমূল পর্যায়ে সংগঠিত করতে সদস্য সংগ্রহ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ ও সাংগঠনিক ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।
		
			


















