close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

কালো টাকা সাদা করার সুযোগ বন্ধ করে দেয়া হয়েছে: অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, চলতি মাস অথবা আগামী মাসে বাজেট পুনরায় পর্যালোচনা করা হতে পারে।
অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, চলতি মাস অথবা আগামী মাসে বাজেট পুনরায় পর্যালোচনা করা হতে পারে। তিনি জানান, কালো টাকা সাদা করার সুযোগ আমরা বন্ধ করে দিয়েছি। সোমবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে রফতানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, জিডিপির প্রকৃত সংখ্যা সম্পর্কে তথ্য সংগ্রহের কাজ চলছে এবং খুব শীঘ্রই চলতি বছরের রফতানির লক্ষ্যমাত্রা ঘোষণা করা হবে। তিনি আরও জানান, বাজারে ৫, ১০ ও ২০ টাকার কাগজি নোটের অবস্থা খুবই খারাপ। এই পরিস্থিতি দ্রুত পরিবর্তনের উদ্যোগ নেওয়া হবে। অর্থ উপদেষ্টা জনগণের প্রতি মুদ্রা যত্নে রাখার আহ্বান জানান এবং বাজেটে বড় বড় উন্নয়ন প্রকল্পগুলোর বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও উল্লেখ করেন।
No comments found


News Card Generator