close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

কালকিনিতে রাস্তা উন্নয়নে এক পরিবার ফাউন্ডেশনের গুরুত্বপূর্ণ উদ্যোগ..

Azahar Uddin avatar   
Azahar Uddin
বিএম আজাহার উদ্দিন
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ

 মাদারীপুরের কালকিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের উত্তর রাজদী এলাকায় এক গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজের সূচনা হয়েছে। 

১৪ই জুন (শনিবার) সকাল ৮ ঘটিকার সময় এক পরিবার ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা জনাব মাসুদ হাওলাদার এর পক্ষ থেকে উত্তর রাজদী বাবুল মৃধার বাড়ি থেকে রহিম বেপারীর নতুন বাড়ি পর্যন্ত রাস্তায় বালু ভরাট কাজের উদ্বোধন করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এই রাস্তার অবস্থা খুবই করুণ ছিল। বর্ষার সময় কাদা ও পানি জমে চলাচলের অযোগ্য হয়ে পড়তো। এবার সেই দুর্ভোগ দূর করতে এগিয়ে এলেন জনাব মাসুদ হাওলাদার।

উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ফাউন্ডেশনের সদস্যবৃন্দ এবং এলাকাবাসী। সবার মুখে ছিল স্বস্তির হাসি ও কৃতজ্ঞতা।

জনাব মাসুদ হাওলাদার বলেন, এই রাস্তাটি এলাকাবাসীর অন্যতম প্রধান চলাচলের পথ। তাদের কষ্ট দেখে চুপ থাকতে পারিনি। এক পরিবার ফাউন্ডেশন সব সময় মানুষের পাশে আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।

এলাকাবাসীর পক্ষ থেকে ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে বলা হয়, “এই উদ্যোগ আমাদের জন্য আশীর্বাদ। আমরা কৃতজ্ঞ এমন একজন মানুষের প্রতি, যিনি নীরবে-নিভৃতে মানুষের উপকারে নিজেকে নিয়োজিত রেখেছেন।”

 

এই রকম মানবিক উদ্যোগ যেন সমাজের প্রতিটি স্তরে অনুপ্রেরণা হয়ে ছড়িয়ে পড়ে — সেই প্রত্যাশাই সকলের।

Hiçbir yorum bulunamadı