কালিগঞ্জে পৌরসভা গঠনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

এস এম তাজুল হাসান সাদ avatar   
এস এম তাজুল হাসান সাদ
****

কালিগঞ্জে পৌরসভা গঠনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত


সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় পৌরসভা গঠনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অনুজা মণ্ডল।

সভায় উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. সফিকুল ইসলাম বাবু, মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম, উপজেলা নির্বাচন অফিসার অনুজ গাইন, প্রাথমিক শিক্ষা অফিসার আশিষ কুমার নন্দি, যুব উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানবীকা শীল এবং উপজেলা মৎস্য অফিসের প্রতিনিধি মো. মনিরুজ্জামান।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবগণ, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় উপজেলার মথুরেশপুর, কুশলিয়া, তারালী ও ভাড়াশিমলা ইউনিয়নের আংশিক গ্রাম ও মৌজা নিয়ে নতুন পৌরসভা গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বক্তারা বলেন, কালিগঞ্জে পৌরসভা গঠন হলে এখানকার নাগরিক সেবা আরও সহজ ও সুষ্ঠু হবে। উন্নয়ন কর্মকাণ্ডে গতি আসবে এবং নাগরিক জীবনের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Aucun commentaire trouvé


News Card Generator