close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

কালিগঞ্জে লক্ষ টাকার আটদলীয় ফুটবল টুর্নামেন্টে ফাইনালে শ্যামনগরের ঈশ্বরীপুর স্পোর্টিং ক্লাব..

এস এম তাজুল হাসান সাদ avatar   
এস এম তাজুল হাসান সাদ
****

কালিগঞ্জে লক্ষ টাকার আটদলীয় ফুটবল টুর্নামেন্টে ফাইনালে শ্যামনগরের ঈশ্বরীপুর স্পোর্টিং ক্লাব

 

সাতক্ষীরার কালিগঞ্জে লক্ষ টাকার ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে শনিবার (৬ ডিসেম্বর) বিকেল ৪টায় মথুরেশপুর ইউনিয়নের দেয়া ফুটবল মাঠে।

ডিএমসি ক্লাব আয়োজিত জমজমাট এই সেমিফাইনালে মুখোমুখি হয় কালিগঞ্জের শ্রীকলা অনির্বাণ সংঘ এবং শ্যামনগরের ঈশ্বরীপুর স্পোর্টিং ক্লাব। নির্ধারিত সময় গোলশূন্য ড্র হলে টাইব্রেকারে ৪-৩ গোলে জয় তুলে নেয় ঈশ্বরীপুর স্পোর্টিং ক্লাব। ম্যাচসেরা হন দলের গোলরক্ষক আমির হোসেন জিকু।

খেলা পরিচালনা করেন ফিফা রেফারি শেখ ইকবাল আলম বাবলু; সহকারী রেফারি ছিলেন আতাউর রহমান, মিজানুর রহমান ও রুবেল। ধারাভাষ্যে ছিলেন শিক্ষক এম.আর. মোস্তাক ও আলমগীর কবির।

ডিএমসি ক্লাবের সভাপতি বাবলা আহমেদের সভাপতিত্বে মাঠে উপস্থিত ছিলেন মথুরেশপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ক্লাবের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিমসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং ক্লাবের কর্মকর্তারা।

এর আগে প্রথম সেমিফাইনালে পি.ডি.কে. মিতালী সংঘকে ২–০ ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠে নলতা শরীফ ফুটবল একাডেমি।

আগামী ১৫ ডিসেম্বর (সোমবার) ফাইনালে মুখোমুখি হবে নলতা শরীফ ফুটবল একাডেমি ও ঈশ্বরীপুর স্পোর্টিং ক্লাব।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator