কালিগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত..

এস এম তাজুল হাসান সাদ avatar   
এস এম তাজুল হাসান সাদ
****

কালিগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত


কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

আগামী ১০ মে শহীদ সামাদ স্মৃতি ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে কালিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন। এ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার (৫ মে) বিকেল ৫টায়, উপজেলা জামায়াত কার্যালয়ে।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি ও সাতক্ষীরা-৩ আসনের পরিচালক মাহবুবুল আলম, জেলা বাইতুল মাল সেক্রেটারি ও সাতক্ষীরা-৪ আসনের পরিচালক অধ্যাপক মোজাম্মেল হক, শ্যামনগর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, আশাশুনি উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার এবং দেবহাটা উপজেলা আমীর ওলিউর রহমান।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ, কর্মপরিষদের সদস্যবৃন্দ, ছাত্রশিবিরের উপজেলা নেতৃবৃন্দ এবং প্রতিটি ইউনিয়নের আমীর ও সেক্রেটারিবৃন্দ।

প্রধান অতিথি সম্মেলন বাস্তবায়ন কমিটির প্রস্তুতির অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং সফলভাবে সম্মেলন সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

No comments found