close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

কালিগঞ্জে বিভিন্ন সড়ক পরিদর্শন করলেন এলজিইডি সচিব

এস এম তাজুল হাসান সাদ avatar   
এস এম তাজুল হাসান সাদ
সাতক্ষীরা

কালিগঞ্জে বিভিন্ন সড়ক পরিদর্শন করলেন এলজিইডি সচিব

এস এম তাজুল হাসান সাদ,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিভিন্ন সড়ক পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার (১২ জুন) বেলা সাড়ে ১২টায় তিনি কালিগঞ্জ সদরের সড়ক উন্নয়ন কাজের প্রাথমিক পর্যায় ঘুরে দেখেন এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব মো. আবুল হাসান, স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আকবর হোসেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, এলজিইডির সাতক্ষীরা জেলা নির্বাহী প্রকৌশলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

কালিগঞ্জে পৌঁছালে উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরিদর্শনকালে জানা যায়, শেখ হোসাইন আহমেদ গোলামের বাড়ির সামনে থেকে কাকশিয়ালি ব্রিজের তলা হয়ে মদিনার দরগা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা নির্মাণের পরিকল্পনা রয়েছে।

পরিদর্শন শেষে সচিব শ্যামনগরের উদ্দেশে রওনা দেন। জানা যায়, তিনি ১২ জুন থেকে ১৩ জুন পর্যন্ত সাতক্ষীরার বিভিন্ন সড়ক ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করবেন। 

No comments found


News Card Generator