close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ কার্যক্রমে এক লক্ষ টাকা অর্থদণ্ড..

MD MOLLAH avatar   
MD MOLLAH
****

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ কার্যক্রমে এক লক্ষ টাকা অর্থদণ্ড

কালীগঞ্জ(গাজীপুর) প্রতিনিধি 

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ কর্মকাণ্ডের দায়ে একটি মামলায় এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

 রবিবার (০৪ জানুয়ারি ২০২৬ খ্রি.) কালীগঞ্জ উপজেলার নলছাটা এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  জাকিয়া সরওয়ার লিমা, সহকারী কমিশনার (ভূমি), কালীগঞ্জ, গাজীপুর।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় মোট ০১টি মামলা রুজু করা হয়। উক্ত মামলায় দোষী সাব্যস্ত করে সর্বমোট ১,০০,০০০/- (এক লক্ষ টাকা মাত্র) অর্থদণ্ড প্রদান করা হয়। তবে এ অভিযানে কোনো কারাদণ্ড প্রদান করা হয়নি।

অভিযানে সুন ফেং মেশিনারিজের পক্ষে কামাল উদ্দিন (পিতা: আব্দুর রাজ্জাক), সাং—নোয়াগাঁও, রূপগঞ্জ, নারায়ণগঞ্জকে আইনের আওতায় আনা হয়।

ভ্রাম্যমাণ আদালতে বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ আল আমিন। 

প্রশাসন সূত্রে জানানো হয়, অবৈধ বালু ও মাটি ব্যবস্থাপনার বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের অংশ হিসেবেই এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলেও জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

No comments found


News Card Generator