close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

কালিগঞ্জে ৯৮৩ বোতল ফেনসিডিলসহ নারী মা দ ক কা র বা রি আ ট ক

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় র‍্যাব ও বিজিবির যৌথ অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক নারী মাদক কারবারিকে আটক..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় র‍্যাব ও বিজিবির যৌথ অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি '২৬) বিকাল সাড়ে ৩টার দিকে কালিগঞ্জ উপজেলার ভাড়াসিমলা ইউনিয়নের কামদেবপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব-৬ এর অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দিন মোহাম্মদ জিয়া এবং বিজিবির হাবিলদার জাহাঙ্গীরের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।র‍্যাব সূত্রে জানা যায়, বৃহস্পতিবার আটক হওয়া মাদক কারবারি মিজানুর রহমানের স্বীকারোক্তির ভিত্তিতে তার বাড়ির পাশের একটি মৎস্য ঘেরের বাসায় অভিযান চালানো হয়। সেখানে চারটি বস্তার ভেতর থেকে ৯৮৩ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ সময় মিজানুর রহমানের স্ত্রী ইয়াসমিন জাহান (২২) কে আটক করা হয়।আটক ইয়াসমিন জাহান কালিগঞ্জ উপজেলার কামদেবপুর গ্রামের বাসিন্দা এবং মাদক কারবারি মিজানুর রহমানের স্ত্রী বলে জানা গেছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি '২৬) দুপুরে র‍্যাব-৬ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কামদেবপুর গ্রামের বাড়ি থেকে ৫০৭ বোতল ফেনসিডিলসহ মিজানুর রহমানকে আটক করে। পরে তাকে থানায় সোপর্দ করে একটি মামলা দায়ের করা হয়।আটক ইয়াসমিন জাহানকে উদ্ধারকৃত ফেনসিডিলসহ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে পৃথক আরও একটি মামলার প্রস্তুতি চলছিল বলে জানিয়েছে পুলিশ।

Nema komentara


News Card Generator