কালিয়াকৈরে গভীর রাতে বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বরাব এলাকায় একটি বসতবাড়িতে মঙ্গলবার দিবাগত রাতে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ডাকাত দলটি পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী আবুল কালাম আজাদের পরিবারের সদস্যরা জানান, রাত গভীরে পাঁচ থেকে ছয়জনের একটি দল বাড়ির গেট ভেঙে ভিতরে প্রবেশ করে। তারা বাসার সদস্যদের হুমকি দিয়ে প্রায় আড়াই ভরি স্বর্ণালংকার, ২৫ হাজার টাকা এবং দুটি মোবাইলসহ অন্যান্য জিনিসপত্র নিয়ে যায়।
স্থানীয়রা জানান, পরিবারের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ডাকাতরা দ্রুত পালিয়ে যায়।
মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আব্দুস সেলিম জানিয়েছেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, তবে এর আগেই ডাকাত দলটি পালিয়ে যায়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং তাদের গ্রেপ্তারে অভিযা
ন চলছে।
 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			